আয়কর মেলার পরিবেশে রিটার্ন গ্রহণসহ এক ছাদের নিচে সব করসেবা দিতে গত ১২ নভেম্বর থেকে দেশব্যাপী প্রতিটি কর অঞ্চলে চলছে বিকেন্দ্রীকরণ আয়কর মেলা। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
আগামী ৩০ নভেম্বর পালিত হবে ‘ট্যাক্স ডে’ বা কর দিবস। শুক্রবার মেলার সঙ্গে যোগ হয়েছে আয়কর সপ্তাহ। আয়কর সপ্তাহ চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
শুক্রবার সকালে সেগুনবাগিচায় কচি কাচার মেলা প্রাঙ্গণে আয়কর সপ্তাহের উদ্বোধন করেন জনপ্রশাসন সচিব মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কর অঞ্চল-৪, ঢাকা। এছাড়া অন্যান্য কর অঞ্চলে আয়কর সপ্তাহের উদ্বোধন করেন এনবিআর সদস্য ও কমিশনাররা। ঢাকার বাইরে কর অঞ্চলেও এ সপ্তাহ পালিত হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান আয়কর সপ্তাহ উপলক্ষে সকালে কর অঞ্চল-১০ সহ কয়েকটি কর অঞ্চলের করসেবা ঘুরে দেখেন এবং করদাতাদের সঙ্গে কথা বলেন।
সরকারী ছুটির দিনে আয়কর সপ্তাহ হওয়ায় সব কর কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করেছে এনবিআর। আয়কর সপ্তাহের প্রথমদিন শুক্রবার বিভিন্ন কর অঞ্চলে করসেবা গ্রহীতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়।
কর অঞ্চল-১০ ঘুরে দেখা যায়, বিকেন্দ্রীকরণ আয়কর মেলার জন্য প্রতিটি বুথ আলাদা করে আগেই সাজানো হয়েছে। আয়কর সপ্তাহ উপলক্ষে প্রতিটি বুথ ছিল সাজ সাজ রব। শুক্রবার হলেও করদাতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়।
আয়কর সপ্তাহ উপলক্ষে নতুন করে যোগ হয়েছে ‘সেলফি কর্ণার’। ‘আমি একজন গর্বিত করদাতা’ স্লোগানে স্বপ্নের পদ্মাসেতুসহ করদাতাদের করের টাকায় যেসব উন্নয়ন হচ্ছে- তার ছবি স্থান পেয়েছে সেলফি কর্নারে।
সেলফি কর্নার মেলায় বাড়তি আর্কষণ যোগ করেছে। মেলায় রিটার্ন দাখিল ও করসেবা নিতে আসা করদাতারা সেলফি কর্নারে ভিড় জমিয়েছেন। বিশেষ করে উন্নয়ন চিত্রের সঙ্গে কেউ কেউ তুলেছেন ছবি।
মেলা আর সপ্তাহ উপলক্ষে সাজানো কর অঞ্চল দেখতে এসেছে অনেকেই। কর না দিলেও অনেকেই সেবা নিয়েছেন। শুধু বাংলাদেশি নয় কর উৎসব দেখতে এসেছেসন কয়েকজন বিদেশি।
আয়কর সপ্তাহে কর অঞ্চল-১০ রিটার্ন দাখিল করতে আসা একজন করদাতা বলেন, কর দেওয়া যে উৎসব তা প্রমাণ করেছে এনবিআর। এত সুন্দর পরিবেশে কর দিতে পারবো ভাবতেই পারিনি।
কর অঞ্চল-১০ এর একজন কর্মকর্তা জানান, বিকেন্দ্রীকরণ আয়কর মেলায় করদাতারা বেশ সাড়া দিচ্ছেন। ১২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৯ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার ১৪১ টাকার আয়কর আহরণ হয়েছে।
রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৪৮৯টি ও সেবা গ্রহণ করেছেন ৭ হাজার ৪৩২ জন। আজ আয়কর সপ্তাহের প্রথম দিন ১২৭ লাখ টাকার আয়কর আহরণ, ৬৪৮টি রিটার্ন দাখিল ও ১ হাজার ৫৩৮ জন সেবা গ্রহণ করেছেন।
কর অঞ্চল-১২ এর কমিশনার সোয়েব আহমেদ বলেন, বিকেন্দ্রীকরণ আয়কর মেলায় করদাতারা বেশ সাড়া দিয়েছেন। আজ আয়কর সপ্তাহ শুরু হল। ছুটির দিন হলেও করদাতা-সেবাগ্রহীতাদের ছিল উপচেপড়া ভিড়।
তিনি বলেন, সকাল থেকে করদাতা বুথে থাকা পর্যন্ত রিটার্ন গ্রহণ ও সেবা প্রদান করা হয়েছে যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। আয়কর সপ্তাহের প্রথম দিন ৩৫ লাখ ৯৫ হাজার ৩৩২ টাকার আয়কর আহরণ হয়েছে।
৭৭৫টি রিটার্ন দাখিল ৫১ জন ই-টিআইএন রেজিস্ট্রেশন ও ৮০০ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। আগামীকাল শনিবারও করদাতা-সেবা গ্রহীতাদের ভিড় আরো বেশি থাকবে বলে আশা করেন তিনি।
শুক্রবার সকালে কর অঞ্চল-১৩ আয়কর সপ্তাহের উদ্বোধন করেন এনবিআর সদস্য সিরাজুল ইসলাম। কর অঞ্চল-১৩ সহ কয়েকটি কর অঞ্চলে আয়কর সপ্তাহ উপলক্ষে করদাতাদের লক্ষ্যণীয় ভিড় দেখা গেছে।
আজকের বাজার:এলকে/এলকে ২৫ নভেম্বর ২০১৭