মেলায় ২২১৮ কোটি টাকা আয়কর সংগ্রহ

করদাতাদের অংশগ্রহণে শেষ হল সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলায় ২২১৭ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার ২ হাজার ২১৮ কোটি টাকার রেকর্ড সংখ্যক আয়কর আহরণ হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা গতবারের মেলায় ছিল ৪০১ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৩৫৪ টাকা।

মেলা সূত্রে জানা যায়, অভূতপূর্ব সাড়া আর করদাতাদের প্রত্যাশা অনুযায়ী এক ছাদের নিচে করসেবা প্রদানের মাধ্যমে শেষ হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। আয়কর মেলার শেষদিন ঢাকাসহ সারাদেশের ৪৮টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার শেষদিনও ছিল করদাতা-সেবাগ্রহীতাদের ছিল উপচেপড়া ভিড়।

এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁও নিমার্ণাধীন জাতীয় রাজস্ব ভবনে এবার মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার পরিধি ও সেবা গতবছরের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়।

মেলার শেষদিন করদাতা থাকা পর্যন্ত মেলায় সেবা দেওয়া হয়। আয়কর মেলা শেষ হলেও আগামী ৯ নভেম্বর থেকে মেলায় বিদ্যমান সকল করসেবা, ইনকাম ট্যাক্স আইডি কার্ড কর অঞ্চলে প্রদান করা হবে। ১২ থেকে ২৩ নভেম্বর সকল কর অঞ্চলে আয়কর মেলার মতই রিটার্ন গ্রহণ করা হবে। ২৪-৩০ নভেম্বর সারাদেশে সকল কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হবে। সেখানে মেলার পরিবেশে মেলার মতই সকল কর সেবা প্রদান করা হবে এবং করদাতারা ইনকাম ট্যাক্স আইডি কার্ড নিতে পারবেন।

মেলার ৭ম দিন সারাদেশে ২ লাখ ২৫ হাজার ৪৭৯ জন করসেবা নিয়েছেন। রিটার্ন দাখিল করেছেন ৬৬ হাজার ৩৩৩টি আর আয়কর আহরণ হয়েছে ৪২৬ কোটি ২০ লাখ ৪০ হাজার ৯১১ টাকা।

আর ৭দিনে সারাদেশে মোট ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ জন সেবা গ্রহণ, ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭টি রিটার্ন দাখিল ও ২ হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকার আয়কর আহরণ হয়েছে।

করদাতাদের দেওয়া আয়কর দেশের কোন কোন উন্নয়নে কিভাবে ব্যবহৃত হচ্ছে বিষয়টি জানানোর বিশেষ উদ্যোগ হিসেবে এবার এনবিআর মেগা প্রকল্প, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য বিলবোর্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

আয়কর মেলার আকর্ষণ ছিল ‘ইনকাম ট্যাক্স কার্ড আইডি
আয়কর মেলায় প্রথমবারের মতো করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ প্রদান করা হয়। এ কার্ড এনবিআরের প্রথমবারের উদ্ভাবন। করদাতারা এ কার্ড নিতে অভূতপূর্ব সাড়া প্রদান করেছেন। মেলায় সুশৃঙ্খলভাবে হাজার হাজার করদাতা লাইনে দাঁড়িয়ে এ কার্ড সংগ্রহ করে। মেলায় ২০টি বুথে এসব কার্ড প্রদান করা হয়। প্রতি কার্ড প্রিন্ট হতে মাত্র ৩০ সেকেন্ড সময় লেগেছে। এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে প্রথমবারের মতো এ কার্ড প্রদান করা হয়। পর্যায়ক্রমে সারাদেশে করদাতাদের এ কার্ড প্রদান করা হবে। এ কার্ডের মাধ্যমে করদাতাগণ সরকারি সেবায় অগ্রাধিকার পাবেন। এবার মেলায় সাধারণ করদাতাদের পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, ব্যবসায়ী, আইটি বিশেষজ্ঞসহ বিশেষ ব্যক্তিদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়। এমন ডিজিটাল কার্ড প্রদান করায় তারা এনবিআরের ভূয়সী প্রশংসা করেছেন।

মানুষের মাঝে করভীতি দূর হয়ে গেছে
আয়কর মেলার শেষদিন মেলা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। এসময় তিনি মেলা প্রাঙ্গণে এনবিআর আয়োজিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর ব্যবস্থাপনা’-শীর্ষক ডিপ্লোমা/স্নাতক/মাস্টার্স কোর্স ও ইন্টার্নশিপ’ চালুকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোর্স চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। আয়কর বিষয়ে এনবিআর ডিপ্লোমা, স্নাতক, মাস্টার্স কোর্স বা ইন্টার্নশিপ কোর্স চালুর যে দাবি জানিয়েছে তা খোলা কোন কঠিন কাজ নয়।

তিনি আরো বলেন, আয়কর না দিলে কোন দেশের উন্নয়ন সম্ভব না। ধার করে কোন দেশের উন্নতি হয়েছে বিশ্বে এমন কোন নজির নেই। মেলার মাধ্যমে আয়কর ভীতি দূর করার উদ্যোগ গ্রহণ করায় এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে ইউজিসির চেয়ারম্যান বলেন, মেলায় দেখতে পেলাম এত মানুষ কর দিতে এসেছে। জায়গা না পেয়ে নিচে বসে রিটার্ন পূরণ করে জমা দিচ্ছেন। অনুষ্ঠানে ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) জনাব খন্দকার হামিদুর রহমান, ইউজিসির সচিব জনাব ড. মো. খালেদ, সদস্য জনাব ড. এম শাহ নওয়াজ আলি, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব মো. আব্দুর রাজ্জাক, সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) এবং প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন জনাব মো. রেজাউল হাসান বক্তব্য রাখেন। সভায় সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মো. নজিবুর রহমান সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের প্রথম সচিব (মূসক) জনাব ড. আব্দুর রউফ। এর আগে ইউজিসি চেয়ারম্যানসহ সম্মানিত সদস্য, সচিবসহ অতিথিদের আয়কর মেলা ঘুরে দেখান এনবিআর চেয়ারম্যান। পরে ইউজিসি চেয়ারম্যান কর শিক্ষণ ফোরামে বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করেন। এনবিআর চেয়ারম্যান ইউজিসি চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও সচিবকে আয়কর মেলার উপহার প্রদান করেন।

মেলায় কর শিক্ষণ ফোরামে ব্যাপক সাড়া

ভবিষ্যত করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের কর বিষয়ে সচেতন করার লক্ষ্যে মেলায় দ্বিতীয়বারের মতো সংযোজিত হওয়া কর শিক্ষণ ফোরামের আওতায় শিক্ষার্থীরা প্রতিদিন মেলা পরিদর্শন, কর বিষয়ে ধারণা লাভ, কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতের যোগ্য নাগরিক হওয়া ও নেতৃত্ব লাভের শিক্ষা নেন। কর শিক্ষণ ফোরামে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মেলা পরিদর্শন এবং কর বিষয়ে জ্ঞান লাভ করেন। পরে শিক্ষাথীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতিদিন ১০ জন করে শিক্ষার্থীকে সনদপত্র, পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠান সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আয়কর মেলা ২০১৭ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব ড. এম. আসলাম আলম, রেক্টর (সিনিয়র সচিব), বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়, জনাব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, মিজ ড. নুমিতা হালদার, ভারপ্রাপ্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব আব্দুল জলিল, সচিব, ভূমি মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড জনাব মো. নজিবুর রহমান। সভায় অতিথিরা বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সফল মেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর অঞ্চল এবং স্টেকহোল্ডার প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়।

করদাতা-অংশীজনদের প্রতি এনবিআর চেয়ারম্যানের শুভেচ্ছা

রাজস্ব উন্নয়নের অক্সিজেন। সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রয়োজন প্রচুর অভ্যন্তরীণ সম্পদ তথা রাজস্ব। দেশের সম্মানিত নাগরিকরা সরকারের রূপকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করতে চায়। আয়কর মেলায় সম্মানিত করদাতাগণ ও সেবাগ্রহীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ তা প্রমাণ করে। মেলার মতো উৎসব মুখর পরিবেশে জাতীয় রাজস্ব বোর্ড সারা বছর সম্মানিত করদাতাদের সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ। সেজন্য মেলার মতো কর অঞ্চলে সারাবছর এ ধরনের সেবা দিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। মেলায় অংশগ্রহণ করে আয়কর প্রদান ও সেবাগ্রহণ করায় সম্মানিত নাগরিকদের প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড মো. নজিবুর রহমান।

আজকের বাজার:এলকে/এলকে ৮ নভেম্বর ২০১৭