মঙ্গলবার জুভেন্টাসের জার্সিতে এ মশুমে চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বেয়ার লেভারকুশেনের বিরুদ্ধে ম্যাচের ৮৮ মিনিটে পাওলো দিবালার পাস থেকে কোনাকুনি শটে গোল করেন সিআর সেভেন।
চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ৩৩টি আলাদা আলাদা ক্লাবের বিরুদ্ধে গোল করে ফেললেন রোনালদো। আর তাতেই মেসিকে টপকে গেলেন তিনি, একই সঙ্গে ধরে ফেললেন রাউল গঞ্জালেসকে। এতদিন ৩২টি ভিন্ন ভিন্ন ক্লাবের বিরুদ্ধে গোল করে তালিকায় যুগ্মভাবে দুই নম্বরে ছিলেন মেসি ও রোনালদো। ৩৩ টি ভিন্ন ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে এক নম্বরে ছিলেন এতদিন রাউল গঞ্জালেস। এবার রাউলের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে চলে এলেন রোনালদো।
আজকের বাজার/লুৎফর রহমান