২০১৯ সালে বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করার কৃতিত্ব দেখিয়েছেন রবার্ট লিওয়ানদস্কি।
বায়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচে করেছেন ৫৪টি গোল।
গত এক দশক যাবত এই তালিকায় আধিপত্য ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। শুধুমাত্র ২০০৯ সালে এডিন জেকো ও ২০১৭ সালে হ্যারি কেন তালিকার শীর্ষস্থানটি দখল করেছিলেন।
এ বছর ৫৮ ম্যাচে মেসি ৫০টি গোল করলেও কোপা আমেরিকায় লাল কার্ডের কারনে নিষিদ্ধ হবার পর আর্জেন্টিনার হয়ে চারটি ম্যাচ খেলতে পারেননি।
প্যারিস সেইন্ট-জার্মেই ও ফ্রান্সের হয়ে ৪৯ ম্যাচে ৪৪ গোল করার পর তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের হয়ে ৪১ গোল করে চতুর্থ স্থানটি দখল করেছেন রাহিম স্টার্লিং। যদিও বছর শেষ হবার আগে এই সংখ্যা বাড়ানোর সুযোগ তার সামনে আছে।
ইউরোপের বাইরে গুয়াংজু আর এন্ড এফ ও ইসরাইলের হয়ে এরান জাহাভি করেছেন ৪০ গোল। এছাড়া মেজর লিগ সকার ক্লাব এলএএফসি’র হয়ে ৩৮ গোল করে শীর্ষ ১০’র মধ্যে জায়গা করে নিয়েছেন মেক্সিকান উইঙ্গার কার্লোস ভেলা।
আজকের বাজার/লুৎফর রহমান