বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
‘মেসিকে বিশ্বকাপ জিততেই হবে’: কোচ কার্লোস বিলার্দো
প্রকাশিত - এপ্রিল ২, ২০১৮ ১১:২৬ এএম
মেসিকে ম্যারাডোনার পর্যায় যেতে হলে অবশ্যই বিশ্বকাপ জিততে হবে এমনটি মন্ত্রব্য করেছেন বিশ্বকাপজয়ী কোচ কার্লোস বিলার্দো।
১৯৮৬ সালে কোচ কার্লোস বিলার্দোর অধিনে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা।ওই জয়ের নায়কের ভুমিকা পালন করে ম্যারাডোনা।
বার্সেলোনার হয়ে ফুটবল র্দশকদের উজার করে দিয়েছেন ফুটবলের যাদুকর মেসি। তবে আর্জেন্টিনার হয়ে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি তার।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা ডি সাও পাওলোকে বিলার্দো বলেন, ম্যারাডোনার সঙ্গে সবসময় তুলনা করা হয় মেসিকে। তবে তাকে সেই পর্যায়ে যেতে অবশ্যই আজেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে হবে।
আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। এবার আর্জেন্টিনার জেতার দারুণ সম্ভাবনা দেখছেন এ কিংবদন্তি কোচ।
স্বপ্নের সোনার ট্রফিটা জয়ের উপায়ও বাতলে দিয়েছেন তিনি, মেসিকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তাকে কোনো চাপের মধ্যে রাখা যাবে না। অন্য সদস্যদের কেবল সহযোগিতা করে যেতে হবে।
২০১৮ বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। এ গ্রুপে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড।
আজকের বাজার/আরজেড
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.