সর্বোচ্চ ছয়বারের ফিফা বেস্ট প্লেয়ার পুরস্কার বিজয়ী বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসিকে টপকে আর্জেন্টিনার বছর সেরা খেলোয়াড় ২০১৯- এর পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের তরুণ স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ।
আর্জেন্টিনার ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোলাজো আর্জেন্টিনা বছর সেরা খেলোয়াড়, সেরা সারপ্রাইজ খেলোয়াড়, বেস্ট ম্যাচ, বেস্ট পারফরম্যান্স অফ দ্য ইয়ারসহ আরও বিভিন্ন ক্যাটাগরির নাম প্রকাশ করেছে। যেখানে তাদের (গোলাজো আর্জেন্টিনা) বিচারে বছর সেরা মার্টিনেজ এবং বছরের সেরা পারফরম্যান্সও এই ইন্টার মিলান তারকার।
মার্টিনেজ সেরা হতে পেছনে ফেলেছেন মেসি-আগুয়েরোদের মতো তারকাদের। দেশের হয়ে ১৩ ম্যাচ থেকে করেছেন ৮ গোল! যেখানে মেসির মতো ফুটবলার করেছেন মাত্র ৫টি গোল।
গোলাজো আর্জেন্টিনার বিচারে বছরের সেরা সারপ্রাইজ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার রদ্রিগো দে পল। মেক্সিকোর বিপক্ষে হ্যাট্রিক করে বেস্ট পারফরম্যান্স অফ দ্য ইয়ার হয়েছেন মার্টিনেজ।
এদিকে বছর সেরা ম্যাচ জার্মানির বিপক্ষে। ২-২ গোলে ড্র হয়েছিল আর্জেন্টিনা-জার্মানির ম্যাচটি এবং বছরের সবচেয়ে বাজে ম্যাচ মরক্কোর বিপক্ষে। ০-১ গোলে হেরেছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আজকের বাজার/আরিফ