মেসিদের সঙ্গে দেখা করতে চাই: ম্যারাডোনা

আগামীকাল বাচাঁ-মরার লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে মেসি শিবিরের সঙ্গে একটিবারের জন্য দেখা করতে চান আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

বিবিসি জানায়, আগের ম্যাচের ভয়াবহ হারের জন্য ‘ক্ষুব্ধ এবং হতাশ’ ম্যারাডোনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সমালোচনা করেছেন।

১৯৮৬ সালে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা। সে বছর সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরষ্কার পেয়েছিলেন।

ম্যারাডোনা বলেছেন, তিনি ইয়র্গে সালির খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চান এবং তার সঙ্গে আর্জেন্টিনার আরো কয়েকজন সাবেক খেলোয়াড়কে নিয়ে যেতে চান।

ভেনিজুয়েলার এক টিভি চ্যানেলকে ম্যারাডোনা বলেন, ‘আমরা আমাদের সম্মান রক্ষা করতে চাই।’

আরজেড/