মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা গুনল ১৫ ভক্ত

করোনার মধ্যে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা গুনতে হল চুয়াডাঙ্গার ১৫ ভক্তকে। গতকাল বুধবার রাতে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ একটি কফি হাউজে মেসির জন্মদিন পালন করছিলো ভক্তরা। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল ঘুরে ঘুরে দেখছিলো এলাকাবাসী সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছে কী না।

এরপর টহলদলের নজরে আসলে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভঙ্গের দায়ে পনেরো ভক্তকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া কফি হাউজের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন বলেন, “আমরা একটি কফি হাউজের সামনে গিয়ে দেখি ১০-১৫ জন বসে আছেন। জিজ্ঞেস করলাম কী ব্যাপার? জবাবে তারা বলে, মেসির জন্মদিনের জন্য বসছিলাম। চা-কফি, চিকেন ফ্রাই এসব খাবার আইটেমও ছিল। একে তো রাতের বেলায় দোকান খোলা, তার ওপর তারা একেবারেই গায়ের সাথে গা লাগিয়ে বসেছিল। ১৫ জন গায়ের সাথে গা লাগিয়ে বসলে সামাজিক দূরত্ব কী থাকে?”

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এখন পর্যন্ত ১৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।