বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে লিওনেল মেসির দুই গোলে পেরুকে ২-০ ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনার জয়ের ধারা বজায় রেখেছে।
ইন্টার মিয়ামি তারকা মেসি লিমার এস্তাদিও ন্যাসিওনালে যথাক্রমে ৩২ ও ৪২ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৬।
প্রথমার্ধে মেসির জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লাতিন বাছাইপর্বে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সাত পয়েন্ট নিয়ে পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও ভেনিজুয়েলা।
আগের ম্যাচে গত বৃহস্পতিবার প্যারাগুয়েরর বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। ঐ ম্যাচে বদলী বেঞ্চ থেকে মাঠে নামলেও কাল শুরু থেকেই নিজের জানান দিয়েছেন মেসি। মেজর লিগ সকারে ইনজুরির কারনে সাম্প্রতিক বেশ কিছু মাঠে নামতে না পারলেও কাল তাকে দেখে পুরোপুরি ফিট মনে হয়েছে। ৩২ মিনিটে দুর্দান্ত এক গোলে সফরকারীদের এগিয়ে দেন ৩৬ বছর বয়সী মেসি। ১০ মিনিট পর বামদিক থেকে এনজো ফার্নান্দেজের এ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে বর্তমান চ্যাম্পিয়নরা দারুনভাবে এগিয়ে চলেছে। ৪৮ দলের বর্ধিত পরিসরের এই আসরে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ১০ দলের মধ্যে ছয় দল সরাসরি খেলার সুযোগ পাবে। সপ্তম স্থানে থাকা দলটি আন্ত:মহাদেশীয় প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাছাইপর্বে আর্জেন্টিনা উড়তে থাকলেও তাদের চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিল কাল মন্টেভিডিওতে উরুগুয়ের কাছে ২-০ গোলের পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। ২২ বছরের মধ্যে উরুগুয়ের কাছে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের এটাই প্রথম পরাজয়। যদিও পরাজয় ছাপিয়ে তারকা ফরোয়ার্ড নেইমারের ইনজুরির বিষয়টি সামনে চলে এসেছে। হাঁটুর ইনজুরিতে পড়ে বিরতির ঠিক আগে মাঠ ছাড়ের নেইমার।
উরুগুয়ের ডারউইন নুনেজের বুলেট হেডে ৪২ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর উরুগুয়ের দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিভারপুলের এই স্ট্রাইকার। ৭৭ মিনিটে তার সহায়তায় নিকোলাস ডি লা ক্রুজ ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনকে পরাস্ত করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।
২০০১ সালের জুলাইয়ে মন্টেভিডিওতে বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে হারের পর বিশ্বকাপের সূচিতে এটাই ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের প্রথম জয়।
গত সপ্তাহে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলের হতাশাজনক ড্রয়ের পর কালকের পরাজয় ব্রাজিলকে বেশ খানিটকা পিছিয়ে দিয়েছে। ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে আজ সাও পাওলোতে নেইমারের বিভিন্ন পরীক্ষা করার পর ইনজুরির মাত্রা সম্পর্কে নির্দিষ্টভাবে জানা যাবে।
এদিকে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত বিশ্বকাপে খেলার স্বপ্ন দারুনভাবে টিকিয়ে রেখেছে ভেনেজুয়েলা। এছাড়া দিনের আরেক ম্যাচে এন্টোনিও সানাব্রিয়ার ৬৯ মিনিটের একমাত্র গোলে বলিভিয়াকে পরাজিত করে বাছাইপর্বে প্রথম জয় নিশ্চিত করেছে প্যারাগুয়ে। টেবিলের তলানিতে রয়েছে বলিভিয়া, আর চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে প্যারাগুয়ে। কিটোতে ইকুয়েডরের সাথে গোলশুন্য ড্র করে চার ম্যাচে এখনো অপরাজিত রয়েছে কলম্বিয়া। (বাসস/এএফপি)