মেসির জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা

গত রবিবার রিয়াল বেটিসকে হারিয়ে বার্সেলোনার কাছ থেকে লা লিগার শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছিল গ্রানাদা৷ তিন দিনের মাথায় রিয়াল ভায়াদোলিদকে পাঁচ গোলের মালা পরিয়ে গ্রানাদার কাছে থেকে লিগ টেবিলের এক নম্বর স্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা৷
ন্যু ক্যাম্পে রিয়াল ভায়াদোলিদকে ৫-১ গোলে পরাস্ত করে বার্সা৷ ক্যাপ্টেন মেসি দুই অর্ধে দু’টি গোল করেন৷ গোল পেয়েছেন লুইস সুয়ারেজও৷ ম্যাচে বার্সেলোনার অপর দু’টি গোল ক্লেমেন্ট লেংলেট ও ভিদালের৷ ভায়াদোলিদের হয়ে একমাত্র গোলটি করেন কিকো অলিভাস৷

ম্যাচের একেবারে শুরুতেই গোল করে এগিয়ে যায় বার্সেলোনা৷ গোল করে লেংলেট৷ ১৫ মিনিটের মাথায় অলিভাসের গোলে ম্যাচে সমতা ফেরায় ভায়াদোলিদ৷ ২৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেন ভিদাল৷ ৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মেসি স্কোর-লাইন ৩-১ করেন৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷
৭৫ মিনিটে রাকিটিচের পাস থেকে মেসি ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন৷ মিনিট দু’য়েকের মধ্যে পুনরায় গোল করে বার্সেলোনা পাঁচ গোলের বৃত্ত পূর্ণ করেন৷ ৭৭ মিনিটে মেসির পাস থেকে গোল করেন সুয়ারেজ৷