ঘনিয়ে আসছে রাশিয়ার বিশ্বকাপের ক্ষণ। সেই সাথে আলোচনায় আসছে মেসির পারর্ফমেন্স নিয়ে। ক্লাবে নিজেকে উজার করে দিয়েছেন মেসি। এবার নিজ দেশের জন্য কিছু করার পালা।
তবে ছোট ম্যাজিসিয়ানের এখন আর কোনো কিছুই প্রমাণ করার নেই বলে মনে করেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।
ম্যারাডোনা বলেন, ইতোমধ্যে সে যা করেছে তা অনেক। ও ফুটবলকে সর্বস্ব উজাড় করে দিয়েছে। প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছে। তার নিজেকে আর প্রমাণ করার কিছুই নেই। এ মুহূর্তে তাকে আমি একটি উপদেশই দেব- শুধু মাথা ঠাণ্ডা রাখতে এবং খেলাটি উপভোগ করতে। আর কে কি বলছে তা কর্ণপাত না করতে।
আজকের বাজার/আরজেড