শুধু বার্সেলোনা বা আর্জেন্টিনা নয়, লিওনেল মেসির ভক্ত বিশ্বজুড়ে। তার ধারাবাহিকতায় বাংলাদেশেও মেসির ভক্তের অভাব নেই। ফুটবল বিশ্বের প্রায় সব অর্জনই রয়েছে মেসির থলেতে। তবে অধরা বিশ্বকাপ। এই আক্ষেপও ঘুচাতে মরিয়া তিনি।
বিশ্বের সকল দেশের মেসি ভক্তদের মতো বাংলাদেশও মেতেছে মেসিকে নিয়ে। ফুটবলের এই রাজকুমারকে নিয়ে নানা পাগলামিই করেন তার ভক্তরা। এবার সেই পাগলামি গুলোই নজরে আসলো এই আর্জেন্টাইন তারকার।
সারা বিশ্ব যখন উত্তাল ফুটবল বিশ্বকাপের উত্তেজনায়। তখন আর্জেন্টিনাকে সমর্থন নিয়ে বাংলাদেশসহ বিভিন্ন মানুষের পাগলামি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসির পোস্ট করা ভিডিওটি ছিল এক মিনিট ৫ সেকেন্ডের। যেখানে দেখা যায় বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের কার্যক্রম। যার মধ্যে ছিল আর্জেন্টাইন পতাকা এমন মেসির ছবি নিয়ে বাংলাদেশি সমর্থকদের র্যালি করার দৃশ্য।
ভিডিওতে ক্যাপশনে ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, ‘২০১৮ বিশ্বকাপে মেসিকে সমর্থন দিয়ে করা ভিডিওগুলো আমাদের এসএমএস করে পাঠান। মেসি.কম এ দেখুন এবং ভোট করুন।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রাসেল/