আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের লড়াইয়ের উত্তেজনা শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না, পৌঁছে যায় বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শকদের মাঝে। তাইতো এ মহাযুদ্ধের নাম ‘সুপার ক্লাসিকো’। শুক্রবার রাতে সৌদি আরবের কিং সৌদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দল দুটি।
ইতিহাসের ১১১তম বারের মতো মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তিনমাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই দলে ফিরছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। অন্যদিকে এ ম্যাচে দলে নেই ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র।
নেইমার নেই, ভিনিসিয়াস জুনিয়রও নেই। এছাড়া কোপা লিবার্তোদাসের ফাইনালের কারণে ঘরোয়া লিগের অনেক ফুটবলারকেই স্কোয়াডে রাখেননি কোচ। তারপরও আশাবাদী ব্রাজিল। তরুণ ফুটবলারদের দুর্দান্ত ফর্মই ম্যাচ জয়ের স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিলকে।
প্রথমবারের মতো ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের তরুণ এ ফুটবলার ইতোমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, তিনি মাঠে নামার জন্য প্রস্তুত। হারিয়ে খুঁজতে থাকা রিয়াল মাদ্রিদের আশার প্রদীপ হয়ে জ্বলে ওঠা রদ্রিগোর অভিষেক হতে পারে মেসিদের বিপক্ষে। সম্প্রতি রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করা রদ্রিগোকে উপেক্ষা করা তিতের জন্য কষ্টকরই হবে।
২৩ সদস্যের ব্রাজিল দল :
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ড্যানিয়েল ফুজাতো (রোমা) এডারসন (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেই), থিয়াগো সিলভা (প্যারিস সেইন্ট জার্মেই)।
মিডফিল্ডার: আর্থুর মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকেতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), কৌতিনহো (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: ডেভিড নেরেস (আয়াক্স), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং উইলিয়ান (চেলসি)।
আজকের বাজার/আরিফ