শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ফুটবল তারকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আগামী জুনে নিজের জন্মদিনের দিনই বিয়ের দিন ঠিক করেছেন এই ফুটবলের জাদুকর। সেই উপলক্ষে এরই মধ্যে শুরু করেছেন পরিচিতজনদের দাওয়াত দেওয়ার কাজটিও। নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন সতীর্থ জেরার্দো পিকের বান্ধবী পপ গায়িকা শাকিরাকেও। কিন্তু শাকিরা নাকি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন!
রবিবার স্পেনের একটি সংবাদপত্র দাবি করেছে, ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পিকের প্রাক্তন বান্ধবী নুরিয়া থোমাসকেওনিমন্ত্রণ করেছেন মেসি। সেই খবর জানার পরেই ঘনিষ্ঠমহলে শাকিরা জানিয়ে দেন, তার পক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা কোনও অবস্থায় সম্ভব নয়। তিনি নাকি বলেছেন, ‘আমি ওখানে উপস্থিত থাকলে পিকের পক্ষে পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে উঠবে। তাছাড়া আমি নিজেও মেসিদের বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারব না। তাই বুয়েনস আইরেসে যাব না।’
যদিও শাকিরার এজেন্ট সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ওই সময় শাকিরার বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। ফলে তার পক্ষে এখন সূচিবদল করা সম্ভব নয়। কিন্তু ওই সংবদাপত্রের দাবি, পিকের প্রাক্তন বান্ধবীকে আমন্ত্রণ করার ঘটনাকে ভাল মনে গ্রহণ করতে পারেননি শাকিরা। তবে মেসি এবং আন্তোনেল্লার বিয়ের খবরে খুবই খুশি কলম্বিয়ার পপ তারকা। তিনি বলেছেন, ‘আমার সঙ্গে মেসি এবং আন্তোনেল্লার সম্পর্ক খুবই সুন্দর। তাই এই খবর আমার কাছেও আনন্দের।’