লিওনেল মেসির নৈপুণ্যে স্প্যানিশ লিগে লেগানেসকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে মেসি নিজে এক গোল করেছেন, বড় ভূমিকা রেখেছেন সতীর্থের আরেক গোলে।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রোববার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা।
৩২তম মিনিটে ফ্রেঞ্চ ফরোয়ার্ড উসমান দেম্বেলের দারুণ গোলে লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ চালাতে থাকে বার্সা। তবে ৫৭তম মিনিটে পাল্টা আক্রমণে লেগানেসকে সমতা এনে দেন মার্টিন ব্রেথওয়েট।
৬৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ৩০ মিনিটেই দলের জয়ের বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
এদিকে চোটের কারণে মাঠ ছাড়তে হয় এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা দেম্বেলেকে।
৭১তম মিনিটে মেসির শক্তিশালী শট গোলরক্ষক ইভান সুয়েলার এক হাতে ফিরিয়ে দেন। তবে দ্রুত ফিরতি বল পেয়ে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এর মধ্য দিয়ে ১৬৭ গোল করে বার্সেলোনার হয়ে সর্বকালের সেরা পাঁচ গোলদাতার তালিকায় উঠে এলেন তিনি। ৫৭৭ গোল করে বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি।
অতিরিক্ত সময়ে মেসি গোল করলে ৩-১ ব্যবধানের বড় জয় পায় বার্সা।
২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে এর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪১। বার্সার চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
আজকের বাজার/এমএইচ