মেসির সঙ্গে বার্সার চুক্তি সম্পন্ন

মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তিটা অনেট আগেই হয়েছিল। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় অনেক জল্পনা-কল্পনা চলছিল। বার্সা ছাড়ার মতো গুজবও উঠেছিল। তবে সকল জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করে ফেলল বার্সেলোনা। ৭০০ মিলিয়ন ইউরোর বাই আউটক্লজের চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন মেসি।

শনিবার স্থানীয় সময় দুপুরে নিজেদের ওয়েবসাইটে মেসির চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করে কাতালান ক্লাবটি। ওই ছবিতে ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমিউয়ের পাশে হাস্যোজ্জ্বল মেসিকে চুক্তিতে স্বাক্ষর করতে দেখা যায়। বার্সার অফিসিয়াল টুইটার বার্তায় জানায়, ৪ হাজার ৭৮৮ দিন আগে বার্সেলোনায় অভিষেক হয় মেসির। ক্লাবটির হয়ে ৬০২ টি ম্যাচে অংশ নিয়ে ৫২৩টি গোল অর্জন করেছেন মেসি। ক্লাবের পক্ষে ৩০টি ট্রফিও জিতেছেন তিনি।

ক্লাবের সভাপতি বার্তোমিউ ফিরতি টুইটে জানান, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি। তাকে পেয়ে ক্লাব ভাগ্যবান। গত কয়েক মাস ধরে লিওনেল মেসিকে পাওয়ার জন্য ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব আগ্রহ প্রকাশ করে আসছে। দলের সেরা তারকাকে ধরে রাখতে তাই চেষ্টার কমতি রাখেনি বার্সা। নতুন চুক্তিতে মেসির বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো।
আজকের বাজার: সালি / ২৬ নভেম্বর ২০১৭