মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাইতির বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে ক্যারিবিয়ান সাগরের অতিথিদের ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েন্স আয়ারসে ম্যাচটি অনুষ্ঠিত হয়। মেসি ছাড়াও গোল পেয়েছেন সার্জিও আগুয়েরো। তবে এই গোলটির সুযোও মেসির তৈরি করা।

রাশিয়া বিশ্বকাপের প্লেন ধরার আগে এমন জয় আরও আত্মবিশ্বাসী করে তুলেছে আর্জেন্টিনাকে।

বিশ্বকাপ মিশনে নামার আগে আগামী ৯ জুন ইসরায়েলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আরেক দফা দলকে পরখ করে নেয়ার সুযোগ পাবেন কোচ।

রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার।

রাসেল/