মেসির হ্যাটট্রিকে লেগানেসকে হারালো বার্সা

মেসির হ্যাটট্রিকে ৩-১ গোলে লেগানেসকে হারাল বার্সেলোনা।পাশাপাশি লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করল বার্সেলোনা।

১৮ মিনিটে গোলের অসাধারণ একটি সুযোগ মিস করেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ।পরে অবশ্য সুযোগ মিস করেননি ফুটবলের যাদুকর মেসি।২৭ মিনিটে ডি বক্সের বাইরে মেসিকে ফাউল করলে ফ্রি কিক পায় বার্সা। সেই ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করেন লিওনেল মেসি।ফ্রি কিকে এই নিয়ে লা লিগায় বর্তমান মৌসুমে ৬টি গোল করলেন তিনি।

এই গোলের ঠিক ৩ মিনিট পর আবারও মেসির গোল। এবার কৌতিনহোর কাছ থেকে বল পেয়ে ডি বক্সের সামান্য ভেতর থেকে জোরালো শটে জালে বল জড়ান মেসি। ওই দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ৬৮মিনিটে লেগানেসের মরক্কান ফুটবলার এল জাহি গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টেবিলের ১৩ নাম্বার দলটি। ৮১ মিনিটে আরও একবার গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন লুইস সুয়ারেজ। কিন্তু ব্যর্থ হননি লিওনেল মেসি। ৮৭ মিনিটে দেম্বেলের কাছ থেকে বল পেয়ে নিজের ক্যারিয়ারে ৪৫তম হ্যাটট্রিকটি পূরণ করেন লিওনেল মেসি। লিগে এটি তার ২৯তম গোল। ৩-১ গোলের জয়ে দ্বিতীয়তে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ১২ পয়েন্টে এগিয়ে রইল বার্সা।

আজকের বাজার/আরজেড