লিওনেল মেসির হ্যাট্টিকে স্প্যানিশ ফুটবল লিগে জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা। গতরাতে বার্সা ৪-১ গোলে হারায় সেল্টা ভিগোকে। লা-লিগায় এটি মেসির ৩৪তম হ্যাট্টিক। আগের ম্যাচে লেভান্তের কাছে ৩-১ গোলে হেরেছিলো বার্সা।
নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিলো বার্সেলোনা। এরমধ্যে ২৩ ও প্রথমার্ধের ইনজুরি সময়ে দু’টি গোল করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ৪৮ মিনিটের ঐ গোলে হ্যাট্টিকও পূর্ণ করেন মেসি।
এছাড়া ৮৫ মিনিটে সেল্টা ভিগোর জালে শেষ গোলটি করেন সার্জিও বাসকুয়েটস। সেল্টা ভিগোর পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস ওলাজা।
এই জয়ে ১২ খেলা শেষে ২৫ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীস্থানে রিয়াল মাদ্রিদ।
আজকের বাজার/এমএইচ