মেসি একাই করবে দুই গোল: মাশরাফি

বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে সারা বিশ্বের ফুটবল প্রেমিরা। সেখানে পরেনি ক্রিকেটাররাও। বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি যেন একটু বেশিই উপভোগ করছেন ফুটবলের এই আসর।

সেই শৈশব থেকেই ডিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিদের আর্জেন্টিনার সমর্থক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু চলতি বিশ্বকাপে প্রত্যাশিত শুরু করতে পারেনি মেসির আর্জেন্টিনা।

আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে মেসির দল।

এই ম্যাচের আগে চিন্তিত ভক্ত-সমর্থকদের যেন মেসির হয়েই অভয় বাণী শোনালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। তার মতে ক্রোয়েশিয়ার বিপক্ষে একাই ম্যাচ জিতে নেবেন মেসি। এমনকি হ্যাটট্রিকও করতে পারেন ফুটবলের ছোট্ট জাদুকর।

ফেসবুকে এক ভিডিওবার্তায় মাশরাফি বলছেন, ‘মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে, শেষ। মিনিমাম দুইটা তো শিওর হ্যাটট্রিকও হইতে পারে। এসিস্ট-মেসিস্ট বুঝি না। দুইটা গোল তো করবেই, তিনটাও হইতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ, যাও!’

এর আগেও আর্জেন্টিনা তথা মেসির ব্যাপারে মাশরাফির এমন ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছিল। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসি পেনাল্টি শট নেয়ার আগেই মাশরাফি বলেছিলেন গোল হবে না। সেই ভিডিওটিও ছড়িয়ে পড়েছিল ফেসবুকে।

https://www.facebook.com/seamhossin.santo.1/videos/851859218335530/?t=2