লিয়োনেল মেসি অবসর নেওয়ার পরে কী ভাবে বার্সেলোনা চলবে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন ক্লাবকর্তারা।
তা স্পষ্ট করে দিলেন ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমিউ। ক্লাবের প্রতি আমরা দায়বদ্ধ। তাই মেসি চলে যাওয়ার পরে কী ভাবে কী হবে, তা নিয়ে কাজ করার ব্যাপারে আমরা দায়বদ্ধ, বললেন প্রেসিডেন্ট।
বার্তোমিউ আরও বলেছেন, চিরকাল তো মেসি থাকবে না। তাই এখন থেকেই নতুনদের খোঁজার কাজ চলছে। অনেককে দলে আনছি। তবে প্রেসিডেন্ট হিসেবে আমার একটাই কামনা। আরও অনেক বছর মেসি আমাদের সঙ্গে থাকুক, ক্লাবের জার্সিতে খেলে যাক।
মেসি আরও কত বছর বার্সালেনোয় খেলবেন তা নিয়ে বহু দিন ধরে জল্পনা চলছে।
বার্সেলোনার সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হচ্ছে ২০২১ সালে। নতুন চুক্তি নিয়ে আলোচনা যে কোনও দিন শুরু হবে বলে শোনা যাচ্ছে।
আপাতত ২০২৫ পর্যন্ত আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি করে রাখতে চায় বার্সেলোনা।
কিন্তু সেই চুক্তির শর্ত কী কী থাকতে পারে, তা এখনও পরিষ্কার নয়। স্পেনের এই ক্লাব মহাতারকা ফুটবলারদের সঙ্গে বারবার লোভনীয় চুক্তি করে এসেছে। বহু বছর বার্সায় খেলে জাপানের ক্লাব ভিসেল কোবেতে চলে যাওয়া আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে যেমন আজীবনের চুক্তি। ফুটবল থেকে অবসরের পরে তাঁকে বার্সায় দূতের কাজ করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
আজকের বাজার/লুৎফর রহমান