মেসি-সুয়ারেসের গোলে বার্সার জয়

লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে এরনেস্তো ভালভেরদের দল। রোববার রাতে লা লিগায় দ্বিতীয়ার্ধে অনেকটা সময় এক জন কম নিয়ে খেলা ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠ খেলার ১৬ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার রবের্তো সোরিয়ানোর দারুণ শট ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৫৮তম মিনিটে মেসির আরেকটি শট পোস্ট ঘেঁষে চলে যায়। ৬৭তম মিনিটে জর্দি আলবার ক্রসে সুয়ারেসের প্রচেষ্টা পোস্টে বাধা পেলে বার্সেলোনার হতাশা বাড়ে। এরপর খেলার ৬১তম মিনিটে সের্হিও বুসকেতসকে ফাউল করায় স্প্যানিশ মিডফিল্ডার দানি রাবাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

খেলার ৭২তম মিনিটে অবশেষে অতিথিদের গোলের অপেক্ষা শেষ হয়। পাকো আলকাসেরের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে লক্ষভেদ করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস।

এরপর ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন মেসি। বুসকেতসের পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এই নিয়ে এবারের লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল করলেন আর্জেন্টাইন তারকা মেসি। সুয়ারেসের গোল ৭টি।

১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৯। ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভালেন্সিয়া।আর ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন আতলেতিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩১।
আজকের বাজার: সালি / ১১ ডিসেম্বর ২০১৭