মেসি–নেইমার জুটির বদলে কি এবার মেসি–নেইমার দ্বৈরথ? সেরকমই সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, নেইমারের রিয়েল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্যারেথ বেলকে পিএসজিকে দিয়ে তাদের থেকে নেইমারকে নেওয়ার কথা ভাবছে রিয়েল মাদ্রিদ।
পিএসজি–র সঙ্গে নেইমারের সম্পর্ক এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে, ক্লাবের অনেকেই মনে করছেন নেইমারকে ছেড়ে দেওয়ার সময় হয়েছে।
নেইমার নিজেও পা বাড়িয়ে আছেন ক্লাব ছাড়ার জন্য। যদিও তাঁর প্রথম পছন্দ বার্সলোনা, কিন্তু অনেকেই মনে করছেন, পিএসজি–র পাট যেখানে নেইমার যত দ্রুত সম্ভব চোকাতে চাইছেন, সেখানে বার্সার বদলে রিয়েলে যাওয়াটা তাঁর পক্ষে অনেক সহজ হবে। রিয়েলেও গ্যারেথ বেলের ক্লাব ছাড়া শুধু সময়ের অপেক্ষা। কোচ জিনেদিন জিদানের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তাই এখন বেলকে নিয়ে নেইমারকে ছাড়া যায় কিনা, সেটা নিয়ে সত্যিকারের ভাবনাচিন্তা করছে পিএসজি।
সূত্র সংবাদ সংস্থা, প্যারিস
আজকের বাজার/লুৎফর রহমান