মেসে একজনের লাশ, আরেকজন গুলিবিদ্ধ

কুমিল্লা নগরীর একটি মেসে সাগর দত্ত নামে এক ছাত্রকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সেখান থেকে গুলিবিদ্ধ আরেকজনকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল ৬টায় রেইসকোর্সে মফিজ উদ্দিন সড়কের একটি মেসে এ ঘটনা ঘটে। নিহত সাগর দত্ত চান্দিনা উপজেলার শংকর দত্তের ছেলে এবং কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী। গুলিবিদ্ধ সজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মেসে ৬ জন ছাত্র থাকতো। সকালে হতাহত ২ জন ছাড়া বাকিদের পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে বাকিরা পালিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এস/