টেস্ট ক্যারিয়ারের অভিষেকে ১৯ ইউকেট তুলে নেয়া মেহেদি মিরাজ এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বুধবার ৭ ফেব্রুয়ারি মিরাজ ভর্তি হন বিশ্ববিদ্যালয়টির ইনভায়রোনমেন্টাল সাইন্স বিভাগে।
মেহেদি মিরাজের স্বপ্ন ক্রিকেট হলেও বাবা জালাল উদ্দিনের স্বপ্ন ক্রিকেটের পাশাপাশি লেখা-পড়া। এবার বাবার ইচ্ছা পূরণের আরো এক ধাপ এগিযে গেলেন তরুণ এই ক্রিকেটার।
বয়সভিত্তিক দল থেকে মেহেদি মিরাজের নাম শোনা যায়। গল্পটা শুরু হয় । নিজের টেস্ট ক্যারিয়ারের অভিষেকেই ১৯ উইকেট নিয়ে নতুন করে আলোচনায় আসেন তরুণ এই তুর্কী।
আজকের বাজার : আরএম/৭ ফেব্রুয়ারি ২০১৮