মেহেদি-মুস্তাফিজের লড়াই

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের লড়াই চলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদি হাসান রানা ও রংপুর রেঞ্জার্সের মুস্তাফিজুর রহমানের। সিলেট পর্বের তৃতীয় দিন রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪১ রানে ২ উইকেট নিয়ে মেহেদিকে সরিয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেন মুস্তাফিজ। তখন তার উইকেট শিকারের সংখ্যা ছিলো ১০ ম্যাচে ১৬ উইকেট। মেহেদির ছিলো ১৪। কিন্তু গতকাল সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনার টাইগার্সের বিপক্ষে ৩ উইকেট নিয়ে মুস্তাফিজকে টপকে যান মেহেদি। মেহেদির শিকার সংখ্যা এখন ১৭টি।

অবশ্য সিলেট পর্বের আগে এককভাবে শীর্ষে ছিলেন মেহেদিই। তখন তার শিকার ছিলো ১৪টি। মুস্তাফিজের ছিলো ১২টি। সিলেট পর্বে দু’ম্যাচে ৪ উইকেট শিকার করেন ফিজ। আর সিলেটে এক ম্যাচ খেলে ৩ উইকেট নেন মেহেদি। এবারের আসরে সর্বোচ্চ তিনটি ম্যাচের সেরা খেলোয়াড়রও হয়েছেন মেহেদি।

‘বঙ্গবন্ধু’ বিপিএলে সিরেট পর্ব শেষে শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মেহেদি হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৮ ৮ ৩০.০ ২০৯ ১৭
মুস্তাফিজুর রহমানের (রংপুর রেঞ্জার্স) ১০ ১০ ৩৬.৩ ২৪৭ ১৬
মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স) ৯ ৯ ৩৫.০ ১৭২ ১৩
লুইস গ্রেগরি (রংপুর রেঞ্জার্স) ৯ ৮ ৩১.০ ২৪৫ ১৩
রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৯ ৯ ৩৩.৫ ২৪৫ ১৩

আজকের বাজার/লুৎফর রহমান