জেলার গাংনী উপজেলায় আজ চারহাজার ৫শ’ ৩০ জন কৃষক-কৃষাণীরদের মাঝে সার, ভুট্টা ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় গাংনী উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দীন আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোস্তফা জামান, বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান