জেলার গাংনী পৌর নির্বাচনে আজ শনিবার সকাল ৮ টার সময় ইভিএম (ইলেক্ট্রনিকস ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করছে।
পৌর এলাকার ৯টি কেন্দ্রে ৬১টি বুথে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বিজিবি, আনসার দায়িত্ব পালন করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরস্পর বক্তব্য দিলেও এখন পর্যন্ত কেই কোন অভিযোগ দাখিল করেননি।
পৌরসভায় এবারে মোট ২০ হাজার ৩৫৭ জন ভোটার রয়েছেন।