মেহেরপুর সদরে একটি বিদ্যালয়ের অন্তত ৪০ জন শিক্ষার্থী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সকাল সাড়ে ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুক্তা বেগম প্রথমে অচেতন হয়ে পড়ে। এরপর একে একে বিভিন্ন শ্রেণির ৪০ জন অচেতন হয়ে পড়ে। তবে, এখন সবাই শঙ্কামুক্ত আছে বলে জানানো হয়েছে।
মানসিক ও শারীরিকভাবে দুর্বল মেয়েরা এই রোগে আক্রান্ত হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
আজকের বাজার/আরজেড