জেলার গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর গো হাটের পাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিবার সকালে এটিএন নিউজের মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারসহ দুজন নিহত হয়েছেন।
তারা হলেন-গাংনীর বজ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে এটিএন নিউজের মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মকবুল হোসেন (২৯) ও তার বন্ধু চরগোয়াল গ্রামের মাওলানা আব্দুল আওয়ালের ছেলে আক্তারুজ্জামান (২৮)।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্রজপুর গ্রামের আন্টু মিয়া জানান, মকবুল হোসেনের মোটরসাইকেলযোগে তারা তিনজন বামুন্দী যাচ্ছিলেন। বামুন্দী নিশিপুর গো-হাটের রাস্তায় প্রবেশের সময় রাস্তায় কাদা থাকায় মোটরসাইকেল স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মকবুল ও আক্তারুজ্জামান ঘটনাস্থলেই মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ঘটনার প্রাথমিক তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান