মেহেরপুর সদর উপজেলার কলোনী গ্রামে ট্রাক্টরের চাপায় এক কৃষক নিহত হয়েছেন।
শবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মহিরুদ্দিন আলী (৫০)। নিহত মহিরুদ্দিন আলীর বাড়ি একই এলাকায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে মহিরুদিন নিজ বাড়ির সামনের রাস্তার পাশে শুয়েছিল। এ সময় একটি বালি বোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মহিরুদিনের মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়।
পরে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রবিউল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
আজকের বাজার/একেএ