মেহেরপুর শহরের ব্র্যাক অফিসের পাশের রাস্তা থেকে ডাকাত দলের সর্দার খাদেমুলের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি দুই ডাকাত দলের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে। তার নামে মেহেরপুর থানায় ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ৩টি হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, রাত সাড়ে তিনটার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে শহরের ব্রাক অফিসের পাশে গিয়ে ডাকাত খাদেমুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। আমরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত খাদেমুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
আজকের বাজার/ এমএইচ