মেহেরপুর গাংনী উপজেলার করমদি এলাকায় য়াউর রহমান জিয়া (৪৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ কৃষক।
রোববার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাড়াভাঙ্গা কালিতলার কয়েকজন শ্রমিক পার্শ্ববর্তী করমদি গ্রামের মাঠে ধান মাড়াই করছিলেন।
এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সাইদুল নামে এক শ্রমিককে বামন্দীর ক্লিনিক থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- করমদি গ্রামের সাইদুল ইসলাম (৪৫), হাড়াভাঙ্গা কালিতলার আবুল হোসেন (৫০), লালন হোসেন (৩০), বোরহান উদ্দীন (৩০), রাহানুল ইসলাম (২৮) ও লালন মিয়া (৩৫)।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজকের বাজার/আরআইএস