জেলায় আইসিটি বিভাগের ‘লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ বিষয়ক এক অবহিতকরণসভা আজ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি তৌজাম্মেল আযম, মো. কামরুজ্জামান প্রমূখ।
সভায় মেহেরপুর জেলার তরুণদের আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণের উপর বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় জানানো হয় সরকারের আইসিটি বিভাগের ‘লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বিনামূল্যে কর্মসংস্থানের সুযোগসহ প্রতিদিন চারঘন্টা করে ৫০ দিন ব্যাপী ২০০ ঘন্টা এই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের নূন্যতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই প্রশিক্ষণে প্রতিব্যাচে ২৫জন করে ৮টি ব্যাচে মোট দু’শজন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারবেন এবং তাদেরকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান