মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার জন্য বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্বে এক অনন্য ঘটনা হওয়ায় এ দিনটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন, মেহেরপুর ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে তিনদিন(১৯-২১)ব্যাপি বই মেলা, ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ২ মিনিটে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে ভাষা শহীদদের স্মরণে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি,বেসরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন, সকাল ৭ টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাত ফেরি করে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় শিশু একাডেমিতে শিশুদের একুশ সংক্রান্ত কবিতা, গান, চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা, সুবিধাজনক সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা, বিকেল ৪ টায় শহীদ ড. শামসুজ্জোহা পার্কে ভাষা সৈনিকদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ ড. শামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। উক্ত কর্মসূচিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জেলা প্রশাসক মো. আতাউল গনি নিশ্চিত করেছেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান