দীর্ঘ ১৫ বছর সাজাভোগের পর কারাগার থেকে মুক্তিলাভ করা এক ব্যক্তিকে স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
মেহেরপুরে একটি অস্ত্র ও বিস্ফোরণ মামলায় ফেরাতুল নামের এক ব্যক্তি দীর্ঘ ১৫ বছর সাজাভোগের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ফেরাতুল ইসলাম মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের ইংরেজ আলীর ছেলে।
মেহেরপুর জেলা কারাগার থেকে বের হয়ে আসলে সোমবার বিকালে জেলগেটেই তা ফেরাতুলের হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ ১২ হাজার টাকা তুলে দেয়া হয়।
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আর্থিক ওই অনুদান তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল।
একই সাথে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে থেকে তাকে বসবাসের জন্য ঘর প্রদান করার প্রতিশ্রুতি দেয়া হয়।
এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান, অস্থায়ী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জেল সুপার মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এক বিস্ফোরণের মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ফেরাতুলকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন মেহেরপুর আদালত। ওই মামলায় ১৫ বছর সাজাভোগের পর কারাগার থেকে মুক্তি পান তিনি।