জেলার গাংনী উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় জেবা খাতুন(৯)নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ইকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জেবা খাতুন রাইপুর ইউনিয়নের ইকুড়ি গ্রামের মো.জসিমের কন্যা এবং ইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী-হাটবোয়ালিয়া সড়কের ইকুড়ি নামক স্থানে রাস্তাপারের সময় জেবা খাতুনকে গাংনীগামি একটি বেপরোয়া মটরসাইকেল চাপা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনাস্থল থেকে শিশু জেবাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান