মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের কৃষক মমতাজ আলী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম এ রায় দেন।
একই সঙ্গে প্রত্যেক আসামির ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশের আদেশ দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আফে কামড়ীর ছেলে সেন্টু হোসেন, হাফেজউদ্দিনের ছেলে ইদু হোসেন ও জাফর আলীর ছেলে ডাবলু মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহারে জানা যায়, ২০০৪ সালের ১১ মে রাতে মোনাখালী গ্রামের কৃষক মমতাজ আলী রাতের খাবার খাওয়ার পর তার বসতঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত আড়াউটার দিকে কয়েকজন বাড়ির মধ্যে প্রবেশ করে রামদা দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরদিন মমতাজ আলীর ছোট ভাই নুরুল আমিন মুজিবনগর থানায় হাজির হয়ে একই গ্রামের সেন্টু হোসেন, ইদু হোসেন ও ডাবলু মিয়া এই তিনজনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রাথমিক তদন্ত শেষ করে ওই তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলার বাদী নুরুল আমিন বলেন, আসামিদের ফাঁসির আদেশ হলে খুশি হতাম। তারপরও রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।
আজকের বাজার/একেএ