মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে শনিবার রাতে এক হিন্দু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুবল কুরি (৬২) মহাজনপুর গ্রামের মৃত বুধু কুরির ছেলে। মহাজনপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম স্বপন জানান, সুবল কুরি নিজের দোতলা বাড়ির নিচ তলায় তেল ও সারের ব্যবসা করতেন। ঘটনার রাতে দোকানের ভেতরে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা টাকা-পয়সা ছিনতাইয়ের উদ্দেশে তার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে থাকতে পারে। পরে দুই বস্তা সার ও গ্যাস সিলিন্ডার চাপা দিয়ে পালিয়ে যায়।
রাত ১০টার দিকে তার স্ত্রী তাকে নিচতলায় ডাকতে এলে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে পাশের কোমরপুর পুলিশ ক্যাম্পে ও মুজিবনগর থানায় খবর দেয়। কী উদ্দেশ্য তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাশেম জানান, তারা নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। টাকার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান