মেহেরপুরের গাংনীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে সুমন নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তাল কুড়াতে গিয়ে টেনিস বল ভেবে দুইটি বোমা বাড়িতে নিয়ে আসে শিশু সুমন। ওই বোমা দিয়ে খেলার সময় একটি বোমার বিস্ফোরণ হলে সুমন গুরুতর আহত হয়। পরে, তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সাগরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে।
এদিকে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কালো টেপে মোড়ানো আরেকটি বোমা উদ্ধার করে পুলিশ।
আজকের বাজার/আরজেড