জেলায় আজ মেহেরপুর জেনারেল হাসপাতালে নতুন পাঁচটি আইসিইউ ও পাঁচটি এইচডিইউ চালু করা হয়েছে। ফলে এ হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭টিতে ও এইচডিইউ বেড ৬টিতে।
আজ শনিবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে নতুন সংযুক্ত আইসিইউ ও এইচডিইউ বেডগুলো উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় হাসপাতালে নতুন এ বেডগুলো সংযুক্ত করা হয়েছে।
মেহেরপুরের জেলা প্রশসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান