‘আ স্টার ইজ বর্ন’ চলচ্চিত্রের মৌলিক গান ‘শ্যালো’র সহ-গীতিকার হিসেবে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোবের দেখা পেয়েছেন লেডি গাগা।
রোববার রাতে বেভারলি হিল্টনে বসা গোল্ডেন গ্লোবের আসরে গাগার হাতে পুরস্কার তুলে দেন টেইলর সুইফট ও ইদ্রিস আলবা।
২০১৬ সালে মিনিসিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র ক্যাটাগরিতে ‘আমেরিকান হরর স্টোরি: হোটেল’-এর জন্য সেরা অভিনেত্রীর গোল্ডেন গ্লোব জয় করে নেন গাগা।
এবার ‘আ স্টার ইজ বর্ন’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের বহুল প্রশংসা অর্জন করা গাগা চলচ্চিত্রের ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবেও মনোনয়ন পান।
গাগা ও ব্র্যাডলি কুপারের গাওয়া ‘শ্যালো’ চারটি গ্রামি মনোনয়ন পেয়েছে। সেই সাথে বিলবোর্ডের হট ১০০ তালিকার টপ-ফাইভে জায়গা করে নিয়েছিল। ২০১৯ সালের অস্কারে মৌলিক গান হিসেবে সংক্ষিপ্ত তালিকাতেও নাম লিখিয়েছে ‘শ্যালো’। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ