রাজধানীর আর্মি স্টেডিয়ামে সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের জানাজায় অংশ নিয়েছে লাখো জনতা। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে মেয়স আনিসুল হকের জানাজায় অংশ নিতে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন সবস্তরের মানুষ। এরপর তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে মরদেহ আর্মি স্টেডিয়ামে নেয়ার পর প্রথম শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের পক্ষ থেকে। এরপর ধীরে ধীরে অন্যরা তার মরদেহে শ্রদ্ধা জানান।
এর আগে শনিবার বাংলাদেশ সময় বেলা ১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আনিসুল হকের মরদেহ। বিমানবন্দর থেকে তার মরদেহ নেয়া হয় বনানীর বাসায়। সেখানে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের শেষ শ্রদ্ধা জানান।
এ সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বনানীর বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান।
আজকের বাজার:এলকে/এলকে ২ ডিসেম্বর ২০১৭