আদালতের নির্দেশে দায়িত্বে ফিরতে না ফিরতেই ফের সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। স্থানীয় সরকার বিভাগ রবিবার (২ এপ্রিল) এই দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে।
এর আগে ২০১৫ সালের ৭ মে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তিনি আদালতের রায় নিয়ে রবিবার সিটি করপোরেশনে অফিস করতে আসেন। কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ফের বরখাস্ত করা হলো।
অপরদিকে, ২০১৪ সালের ৭ জানুয়ারি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। তিনিও আদালতের রায়ে রবিবারই সিটি করপোরেশনে অফিস করতে আসেন। কিন্তু মেয়র মোসাদ্দেকের মতো তাকেও পুনরায় বরখাস্ত করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।