হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার ৬ মে দুপুরে ঢাকায় যাবার উদ্দেশে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা যায়, শনিবার বেলা দেড়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসার কথা ছিল আরিফুল হক চৌধুরীর। বিমানে ওঠার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়েছেন তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন। তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকার পরামর্শ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও অসুস্থ হয়ে আরিফুল হক চৌধুরী বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কারাগারে থাকাবস্থায়ও তাকে এসব রোগের চিকিৎসা নিতে হয়েছে।
আজকের বাজার: আরআর/ ০৬ মে ২০১৭