চাঁদপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন অভিনেতা সাদেক বাচ্চু। তলোয়ার প্রতীক নিয়ে লড়ছেন তিনি।অভিনেতা বলে কথা! বাস্তবে নয়, সিনে পর্দায় দেখা যাবে এমনটা। ‘আমি নেতা হবো’ সিনেমায় সাদেক বাচ্চুকে মেয়র প্রার্থীর চরিত্রে দেখা যাবে জানালেন নির্মাতা উত্তম আকাশ।
সিনেমাটি প্রসঙ্গে উত্তম আকাশ বলেন, সাদেক বাচ্চু ‘আমি নেতা হবো’ সিনেমায় একজন ক্ষমতাশীল ব্যক্তি। তিনি চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন। এ নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয় নানান ঘটনা। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যায়।
শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। আরো আছেন করছেন ওমর সানী, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে।
৩১ জুলাই রাজধানীর আফতাব নগরে সানী-মৌসুমীকে নিয়ে ‘আমি নেতা হবো’র শুটিং শুরু হয়। এরপর কক্সবাজার ও চাঁদপুরে যায় শুটিং ইউনিট। ২০ সেপ্টেম্বর থেকে বিএফডিসিতে দৃশ্যধারণ চলছে।
আজকের বাজার: আরআর/ ২৩ সেপ্টেম্বর ২০১৭