মেয়র সাক্কুর দায়িত্ব গ্রহণ

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করলেন মনিরুল হক সাক্কু।

বুধবার ১৭ মে দুপুরে কুসিক নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় কুসিকের কর্মকর্তা-কর্মচারী, নব নির্বাচিত কাউন্সিলরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

১১ মে সকাল সাড়ে ১০টায় নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সাক্কুকে শপথ পড়ান।

প্রসঙ্গত, ৩০ মার্চ অনুষ্ঠেয় কুসিক নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু।

আজকের বাজার: আরআর/ ১৭ মে ২০১৭