ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো আয়োজন করেছিল মহিলা ফুটবল প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় শিরোপা জিতেছে ধামরাই লাল দল। রোববার টুর্নামেন্টের ফাইনালে কেরানীগঞ্জ সবুজ দলকে ৭-০ গোলে হারিয়ে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে ধামরাইয়ের মেয়েরা।
এদিন ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত আসরের প্র্রতিটি খেলাই হয়েছে এই মাঠে। পুরো টুর্নামেন্টে মোট ১২টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কেরানীগঞ্জ সবুজ দলের মিথিলা।
এমনিতে মেয়েদের ফুটবলে এখন জাগরণের জোয়ার বইছে বাংলাদেশে। আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সফল হচ্ছেন মেয়েরা। এমন সময় ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার এই আয়োজন সবার প্রসংশাই কুড়িয়েছে। যা মেয়েদের উঠে আসার পথে বড় ভূমিকা রাখবে।
আজকের বাজার: সালি / ৩১ ডিসেম্বর ২০১৭