সম্প্রতি মুম্বইয়ে গণেশ চতুর্থীর পূজোতেও অংশ নিয়েছিলেন সানি। সেখানে বেশকিছুটা সময় মেয়ে নিশা কৌর ওয়েবারের সঙ্গে কাটাতে দেখা গেছে সানি ও ড্যনিয়েলকে। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সানি লিখেছিলেন, শুধু ওর কারণেই আমার ঈশ্বরের উপর বিশ্বাস এসেছে।
ওই পোস্টে সানি লিখেন, এটা আমাদের কাছে আশীর্বাদের মতো, ওর হাতের স্পর্শ যেন আমাদের মাথার উপর ঈশ্বরের হাতের স্পর্শের মতো মনে হয়। আমাদের এই স্বর্গে নিশা কৌর ওয়েবার আমাদের কাছে এক বিশেষ উপহার।’
সানির এই পোস্ট থেকেই বোঝা যায়, দত্তক কন্যা হলেও তিনি নিশার প্রতি কতটা যত্নশীল, ও তাকে তিনি কতটা ভালোবাসা দিচ্ছেন। প্রতি মুহূর্তে সানির জীবনের অংশের মতো হয়েই বড় হচ্ছে ছোট্ট নিশা।
এদিকে এই একই ছবি শেয়ার করেছেন ড্যানিয়েল। ক্যাপাশানে তিনি লিখেছেন, ঈশ্বরের দেওয়ার আমার ছোট্ট পরী।
আজকের বাজার/এএল