মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরিক্ষায় টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পদক আশরাফ পাহেলী এবং তাঁর মেয়ে আশা বিনতে আশরাফ কৃতকার্য হয়েছেন।
জানা যায়, আশরাফ পাহেলীর একমাত্র মেয়ে আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ‘এ’ গ্রেড পেয়েছে।
অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন আশরাফ পাহেলী।
হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আশরাফ পাহেলী নিজেও এবছর পরীক্ষায় অংশ নেওয়া এবং পাশ করার বিষয়টি স্বীকার করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধরণ সম্পদকের দায়িত্ব পাওয়ার আগে আশরাফ পাহেলী জেলা ছাত্রদলের সহসভাপতি ছাড়া এবং জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
আজকের বাজার/ এমএইচ